খাগড়াছড়ি, , শুক্রবার, ৯ জুন ২০২৩

বাঙালহালিয়াতে গলায় ফাঁস দিয়ে সেনা সদস্যের স্ত্রীর আত্মহত্যা

প্রকাশ: ২০২২-০১-২৬ ২০:৫৪:১৩ || আপডেট: ২০২২-০১-২৬ ২০:৫৪:১৬

নিজস্ব সংবাদদাতা, রাজস্থলীঃ রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙালহালিয়ার ডাক বাংলা চৌধুরী পাড়া এলাকায় খেয়্যানুচিং মারমা (৩০) নামে এক সেনা সদস্যের স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (২৬ জানুয়ারি) সকাল ৭ টার দিকে উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের ডাক বাংলা চৌধুরী পাড়া নিজ বাড়িতে নিজের রুমের দরজা বন্ধ করে গলায় রশি দিয়ে ফাঁস দেয় সে। তার পাশে একটি চিরকুট লেখা ছিল। ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীরা চন্দ্রঘোনা থানায় খবর দেয়। পরে পুলিশ দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে নিয়ে যায়। নিহত খেয়্যানুচিং মারমা এলাকার সেনা সদস্য মঞ্জু তনচংগ্যার স্ত্রী। তার একটি ৬ বছরের কন্যা সন্তান রয়েছে।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা করছে বলে ধারনা করা হচ্ছে। ঔ ঘরে নিহত খেয়্যানুচিং একাই থাকতো। উল্লেখ্য যে তার স্বামী মঞ্জু তনচংগ্যা বাংলাদেশ সেনাবাহিনীর সিলেট সেনানিবাসের কমান্ডো ব্যাটলিয়নের সদস্য হিসেবে কর্মরত আছে।

নিহত খেয়্যানুচিং ব্যাংক এশিয়া বাঙালহালিয়া শাখায় চাকুরি করেন। এলাকাবাসীর সূত্রে জানা যায় পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.