প্রকাশ: ২০২২-০৯-২২ ২০:৪২:৩৬ || আপডেট: ২০২২-০৯-২২ ২০:৪২:৪০
মো শহীদুল ইসলাম, মানিকছড়ি: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার দূর্গম পাহাড়ি এলাকা বুদং পাড়ায় কারিতাস, কাবিদাং, সিপিপি, পিএইপি-২ প্রকল্পের অধীনে আজ ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বুধংপাড়া ও লিপিয়া পাড়ায় ৫৫ জন জৈব কৃষি উপকারভোগীদের মাঝে মোট ১৩৪৮ কেজি শীতকালীন সবজি ও ধান বীজ এবং ৩৫২ টি আইপিএম টুলস বিতরণ করা হয়।
শীতকালীন সবজির মধ্যে রয়েছে, মুলা বীজ,লালশাক বীজ, পুঁইশাক বীজ, করলা বীজ,দেশীয় পেঁপে, বীজ ব্রি ২৮ ধান বীজ ও আইপিএম টোলস সহ মোট ১৩৪৮ কেজি বীজ বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কারিতাসের মানিকছড়ি মাঠ কর্মকর্তা মো. সোলায়মান,কাবিদাং প্রতিনিধি রাম্প্র মারমা, মানিকছড়ি উপজেলার প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক চিংওয়ামং মারমা মিন্টু প্রমূখ। পরে মাঠ কর্মকর্তা কৃষকদের চাষাবাদে বিভিন্ন আধুনিক জৈব কৃষি পদ্ধতিতে সম্পর্কে বিস্তারিত পরামর্শ দেন।