খাগড়াছড়ি, , মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

দীঘিনালায় নববর্ষ বরণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রকাশ: ২০২২-০৪-১৪ ১৭:৫৭:৩২ || আপডেট: ২০২২-০৪-১৪ ১৭:৫৭:৩৫

সোহানুর রহমান, দীঘিনালা প্রতিনিধি: ’মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় বাংলা বর্ষ বরণ করা হয়েছে। ১ লা বৈশাখ ১৪২৯’কে বরণ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গল শোভাযাত্রাটি দীঘিনালা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে লারমা স্কোয়ার হয়ে আবারো উপজেলা পরিষদে ফিরে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা প্রাঙ্গনে ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গড়িয়া নৃত্যে প্রদর্শিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ১লা বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ, উপজেলা প্রশাসনের আয়োজনে ফাহমিদা মুস্তফা’র সভাপতিত্বে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করে নেয়া হয়। এতে উপজেলা প্রশাসন, পরিষদের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক- শিক্ষিকা, সেচ্ছাসেবী ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, সুশিল সমাজের নেতৃবৃন্দ সহ সকল শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এসময় মঙ্গল শোভাযাত্রায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোস্তফা কামাল মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা, মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী, কবাখালী ইউপি চেয়ারম্যান নলেজ চাকা জ্ঞান, দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম পেয়ার আহমেদ প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.