খাগড়াছড়ি, , শুক্রবার, ৯ জুন ২০২৩

চাকমা সম্প্রদায়ের ফুল বিজু উৎসব

প্রকাশ: ২০২২-০৪-১২ ১৪:৪৯:৪৯ || আপডেট: ২০২২-০৪-১২ ১৪:৪৯:৫২

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধিঃ “নদীতে ফুল ভাসিয়ে নয়, বেদি সাজিয়ে ফুল দিয়ে বিজু পালন করুন” এই স্লোগানকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামের ফুলবিজু চাকমা সম্প্রদায়ের অন্যতম প্রধান আনন্দ-উৎসব। বাংলা বছরের শেষ দুই দিন ও নববর্ষের দিন এই উৎসব পালন করা হয়।

মঙ্গলবার(১২ এপ্রিল) ভোর থেকে নানা বয়সী ছেলে-মেয়ে, নারী-পুরুষেরা নিজস্ব ঐতিহ্যবাহী নতুন নতুন পোষাক পরিধান করে নদীতে ফুল দিয়ে প্রণাম জানান। প্রতিবছরের ন্যায় এই বছরেও চাকমা সম্প্রদায়েরা নদীতে ফুল ভাসিয়ে/ফুল দিয়ে “ফুল বিজু”পালন করা হয়। এই দিন ভোরের আলো ফুটার আগেই ছেলেমেয়েরা বেরিয়ে পড়ে ফুল সংগ্রহের জন্য। সংগ্রহিত ফুলের একভাগ দিয়ে বুদ্ধকে পূজা করা হয় আর অন্যভাগ পানিতে ভাসিয়ে দেওয়া হয়। বাকি ফুলগুলো দিয়ে ঘরবাড়ি সাজানো হয়। চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ‍ ১৩ এপ্রিল পালন করা হয় মুলবিজু। এইদিন সকালে বুদ্ধমূর্তি গোসল করিয়ে পূজা করা হয়। ছেলেমেয়েরা তাদের বৃদ্ধ দাদা-দাদী এবং নানা-নানীকে গোসল করায় এবং আশীর্বাদ নেয়। এই দিনে ঘরে ঘরে বিরানী- সেমাই -পাজন (বিভিন্ন রকমের সবজির মিশ্রণে তৈরি এক ধরনের তরকারি) সহ অনেক ধরনের সু-স্বাদু খাবার রান্না করা হয়। বন্ধুবান্ধব আত্নীয় স্বজন বেড়াতে আসে এবং যায় বাড়ি বাড়ি এবং বাহারি আইটেমের খাবার দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হয়। দিনরাত ধরে চলে ঘুরাঘুরি এই বাড়ি থেকে ওই বাড়ি, এই এলাকা থেকে ওই এলাকা। বাংলা নববর্ষের ১ম দিন অর্থাৎ‍ ১৪ এপ্রিল পালন করা হয় গজ্যা পজ্যা দিন (গড়িয়ে পড়ার দিন)। এই দিনেও বিজুর আমেজের শেষ দিন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.