খাগড়াছড়ি, , মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

খাগড়াছড়িতে নতুন সড়ক পরিবহন আইনের আওতায় ট্রাফিক পুলিশের অভিযান

প্রকাশ: ২০১৯-১১-০১ ১৭:০০:৫৫ || আপডেট: ২০১৯-১১-০১ ১৭:০১:০২

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে পরিবহনে শৃঙ্খলা ফেরাতে নতুন সড়ক পরিবহন আইনের আওতায় ভ্রাম্যমান অভিযান চলছে। শুক্রবার সকাল থেকে খাগড়াছড়ি ট্রাফিক পুলিশ বিভাগ সদরসহ বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করে।

খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে ট্রাফিক পুলিশের অভিযানে হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও পরিবহনের বৈধ কাগজপত্র বিহীন চালকদের সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় মামলা ও অবৈধ একাধিক মোটরসাইকেল জব্দ করা হয়।

খাগড়াছড়ি ট্রাফিক পুলিশ বিভাগের কর্মকর্তারা জানান, সড়ক পরিবহন আইন ১লা নভেম্বর থেকে কার্যকর হয়েছে। আইনের আওতায় খাগড়াছড়ির বিভিন্ন পয়েন্টে অভিযান চলছে।

খাগড়াছড়ি বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্স পেতে অনিয়ম ও ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করছেন চালকরা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.