প্রকাশ: ২০২১-১১-০৯ ১১:০৮:২৮ || আপডেট: ২০২১-১১-০৯ ১১:০৮:৩১
খাগড়াছড়ি প্রতিনিধি: জাতিয় পার্টির খাগড়াছড়ি সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। ৮ নভেম্বর সোমবার সকালে খাগড়াছড়ি জেলা জাতিয় পার্টির কার্যালয়ে সম্মেলনের মাধ্যমে সভাপতি হারাধন মহাজন ও সাধারন সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রাঞ্জল চাকমা, রুহিনী ত্রিপুরাকে মহিলা বিষয়ক সম্পাদিকা নির্বাচিত করে ১০১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষনা করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জাতিয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আলহাজ মোহাম্মদ সোলায়মান আলম শেঠ। প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান আলম শেঠ বলেন- দেশের প্রতি ভালোবাসা থেকেই জাতিয় পার্টি গঠন করেছিলেন পার্টির প্রেসিডেন্ট মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ। স্বচ্ছ রাজনৈতিক দল হিসেবেই আজ প্রতিষ্ঠা লাভ করছে জাতিয় পার্টি। দলকে আরও সুসংগঠিত করতেই জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটিগুলো সাজানো হচ্ছে। আগামী নির্বাচনে জনগনের ভোটেই এই জাতিয় পার্টি ক্ষমতায় আসবে।
খাগড়াছড়ি জেলা জাতিয় পার্টির আহবায়ক মনিন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাতিয় পার্টির সদস্য সচিব প্রকৌশলী কেশব লাল দে, জাতিয় পার্টির কেন্দ্রীয় সদস্য মিথিলা রোয়াজা সহ জাতিয় পার্টির জেলা উপজেলার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় জাতিয় পার্টির কেন্দ্রীয় সদস্য মিথিলা রোয়াজা বলেন- পার্বত্য এলাকায় উন্নয়নের ধারা শুরু করেছিলেন মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদ। তারই ধারাবাহিকতা আজও বহমান। জাতিয় পার্টি ক্ষমতায় এলে এ এলাকায় আরও ব্যাপক উন্নয়ন করা হবে।