প্রকাশ: ২০১৮-০৬-০৮ ২২:২৬:৩৩ || আপডেট: ২০১৮-০৬-০৮ ২২:২৯:০৬
দহেন ত্রিপুরা, খাগড়াছড়ি: মানবিক কল্যাণ সংঘ নামে একটি রক্তদাতা সামাজিক সংগঠন এর উদ্যোগে খাগড়াছড়ি জেলাধীন মহালছড়ি উপজেলার ৩নং কিয়াংঘাট ইউনিয়ন সারনাথ বৌদ্ধ বিহার প্রাঙ্গনে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
০৮ জুন ২০১৮ শুক্রবার কর্মসূচীতে প্রায় ১৫০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। রক্তের গ্রুপ জেনে রাখা ও রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয়। মানবিক কল্যাণ সংঘের সহ-সভাপতি ও খাগড়াছড়ি জেলা সদর ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের মেম্বার বাবু শান্তিময় চাকমা, সাংগঠনিক সম্পাদক উত্তম চাকমা, সুবেন্দু চাকমা, মহিলা বিষয়ক সম্পাদক মিজ জেকি চাকমা, সদস্য খোকন বিকাশ ত্রিপুরা (জ্যাক) ও শর্মিলা চাকমাসহ অন্যান্যরা।
কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন বিহার পরিচালনা কর্তৃপক্ষসহ গণ্যমান্য ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ ও সুশীল সমাজ।
এ সময় সংগঠনের সহ সভাপতি বাবু শান্তি ময় চাকমা, রক্ত গ্রুপ নির্ণয় করা কেন প্রয়োজন এবং করলে কি লাভ হয় সে সম্পর্কে এলাকার সকলকে জনসচেতনতা করেন।
এসময় সংগঠনের সহ-সভাপতি বাবু শান্তিময় চাকমা রক্তের গ্রুপ জানা প্রয়োজন সম্পর্কে বলেন-
০১। যে কোনো সময় আপনার চিকিৎসার প্রযোজনে রক্তের প্রয়োজনে রক্তের প্রয়োজন হতে পারে, রক্তের গ্রুপ জানা থাকলে আপনি সহজেই রক্তের ব্যবস্থা করতে পারেন।
২, যে কোনো আপনার নিকট আত্মীয় আপনজন কিংবা বন্ধুর জন্য রক্তের প্রয়োজন হতে পারে, রক্তের গ্রুপ জানা থাকলে আপনি রক্ত দিয়ে তাদের অমূল্য জীবন রক্ষা করতে পারেন।
এছাড়াও সংগঠনের পক্ষ থেকে জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকে এই স্বেচ্ছাসেবী রক্তদাতা সামাজিক সংগঠন পার্বত্য চট্টগ্রামসহ বিভিন্ন ঢাকা-চট্টগ্রামে প্রতিদিন অনেক রোগীকে বিনামূল্যে রক্ত দিয়ে যাচ্ছে বলে জানা যায়। সবার সহযোগিতা পেলে এই সংগঠন আগামীতে সারাদেশে আরো মানবিক কাজে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন।