প্রকাশ: ২০১৮-০৬-১৫ ২০:১৩:৪১ || আপডেট: ২০১৮-০৬-১৫ ২০:১৩:৪১
আলোকিত ডেস্ক: কাল শনিবার পবিত্র ঈদুল ফিতর। সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছেন শাওয়ালের চাঁদ দেখা গেছে।
আজ শুক্রবার (১৫জুন) দেশের বিভিন্ন স্থানে শাওয়ালের সরু-বাঁকা চাঁদ দেখা গেছে। এরই মধ্যে শুরু হয়ে গেছে শুভেচ্ছা বিনিময়।
চাঁদ দেখার মধ্য দিয়ে এক মাস ধরে সংযম সাধনার ইতি ঘটল।
বিভিন্ন ঈদগাহে আজকের মধ্যেই সে জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রস্তুত রাজধানীর জাতীয় ঈদগাহ প্রাঙ্গণ থেকে শুরু করে দেশের সকল মসজিদ ও ঈদ গাঁ মাঠ। এবার বর্ষাকালে হচ্ছে ঈদ। তাই বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়া সেখানে প্রতিবন্ধকতা হিসেবে দাঁড় হতে পারে। সেদিকে বিবেচনায় রেখে অবশ্য বিকল্প ব্যবস্থা গ্রহন করা হয়েছে বিভিন্ন মসজিদ গুলোতে।
নামাজের পরপরই ঈদগাহগুলোতে চিরচেনা এবং কাক্সিক্ষত দৃশ্যের অবতারণা হবে। প্রত্যেক মুসলমান একে অপরের সঙ্গে কুশল বিনিময় করবেন। শ্রেণি-বর্ণ-বয়সনির্বিশেষে হবে সেই আলিঙ্গন। ভ্রাতৃত্বের বন্ধনের এ এক মধুর বহিঃপ্রকাশ।
এ ঈদের একটি বড় অনুষঙ্গ নতুন পোশাক। মাসজুড়ে বা অনেকে এর আগে থেকেই এর প্রস্তুতি শুরু করেন। সামগ্রী নিয়ে শিশুদের আনন্দই বেশি। বড়রাও কম যান না। পোশাকগুলো ইতিমধ্যেই হয়তো দেরাজ খুলে অনেকবারই দেখা হয়ে গেছে।
এদিকে খাগড়াছড়িতেও বিভিন্ন মসজিদে ঈদের জামায়াতের সময় সূচি নির্ধারণ করা হয়েছে।