খাগড়াছড়ি, , মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

৫% কোঠা ও শিক্ষক সংকট নিরসনের দাবীতে বাঘাইছড়িতে পাহাড়ী ছাত্র পরিষদের ছাত্র সমাবেশ

প্রকাশ: ২০২৩-০৮-২৫ ১৮:৫০:১০ || আপডেট: ২০২৩-০৮-২৫ ১৮:৫০:১৬

বাঘাইছড়ি প্রতিনিধি: দেশের সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে ০৫% আদিবাসী কোটা নিশ্চিতকরণ, পার্বত্য চট্টগ্রামে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজগুলোতে শিক্ষক সংকট নিরসনসহ পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ ও যথাযথ বাস্তবায়নের দাবিতে রাঙ্গামাটির বাঘাইছড়িতে ছাত্র সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)।

শুক্রবার সকাল ১০ ঘটিকায় উপজেলার শিজক বটতলা মাঠে এই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। বাঘাইছড়ি উপজেলা পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি পিয়াল চাকমার সভাপতিত্বে ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসংহতি সমিতির সহ-সভাপতি ডাঃ সুমতি রঞ্জন চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি সভাপতি নিপন ত্রিপুরা। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা সভাপতি জিকো চাকমা।

বাঘাইছড়ি উপজেলা জেএসএস সভাপতি প্রভাত কুমার চাকমা, রাঙ্গামাটি মহিলা সমিতি সদস্য শান্তনা তালুকদার, খেদারমারা ইউনিয়ন চেয়ারম্যান বিল্টু চাকমা, কাঁচালং বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ভদ্রসেন। এসময় বক্তারা দেশের সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে ০৫% আদিবাসী কোটা নিশ্চিতকরণ, পার্বত্য চট্টগ্রামে প্রাথমিক,মাধ্যমিক ও কলেজগুলোতে শিক্ষক সংকট নিরসনসহ পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ ও যথাযথ বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। ছাত্র ও জনসমাবেশে প্রায় তিন হাজার লোকের সমাগম ঘটে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.