প্রকাশ: ২০২২-০৯-১৯ ০৯:১৪:৪১ || আপডেট: ২০২২-০৯-১৯ ০৯:১৪:৪৩
মাহফুজ আলম: ১৮ সেপ্টেম্বর দীর্ঘ ১বছর ৮মাস ২৪দিন দায়িত্ব পালন শেষে পদোন্নতিসূত্রে বদলি উপলক্ষে রাঙ্গামাটি জেলাকে বিদায় জানালেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মীর মোদ্দাছ্ছের হোসেন।
রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয় থেকে বিদায়ী পুলিশ সুপারকে বাংলাদেশ পুলিশের বর্ণাঢ্য প্রথা ও ঐতিহ্যের সাথে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। বিদায় উপলক্ষে রাঙ্গামাটি জেলা পুলিশের চৌকস দল বিদায়ী পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।
এরপর ফুলে ফুলে সুসজ্জিত গাড়িতে পুলিশ সুপার কে বিদায় জানানো হয়। এসময় রাঙ্গামাটি জেলা পুলিশ সদস্যদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পুলিশ সুপার কে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানায় রাঙ্গামাটি জেলার পুলিশ সদস্যরা। এসময় রাঙ্গামাটি জেলা পুলিশের সকল স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।