খাগড়াছড়ি, , মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

রাজস্থলীতে কাজুবাদাম ও কফি চাষ সম্প্রসারণের লক্ষ্যে প্রান্তিক কৃষকদের প্রশিক্ষণ প্রদান

প্রকাশ: ২০২৩-০৬-০৮ ২০:৩৪:৪২ || আপডেট: ২০২৩-০৬-০৮ ২০:৩৪:৪৮

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় কাজুবাদাম ও কফি চাষ সম্প্রসারণের লক্ষ্যে প্রান্তিক কৃষকদের একদিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৮ জুন) সকালে রাজস্থলী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের গণমিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার জেলা প্রশাসক মিজানুর রহমান।

এছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, কৃষি সম্প্রসারণ অফিসার আবুল খায়ের, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খানসহ উপজেলা সদরের বিভিন্ন এলাকার চাষিরা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মিজানুর রহমান কৃষকদের কাজুবাদাম ও কফি চাষে উদ্বুদ্ধ করেন। তিনি বলেন, পার্বত্য এলাকায় কাজুবাদাম ও কফি চাষে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়। চাষিদের ঘরের আশেপাশে এবং পতিত জমিতে বেশি করে কাজুবাদাম ও কফি আবাদের প্রতি গুরুত্বারোপ করেন। এসময় উপজেলা কৃষি অফিসার আবুল খায়ের জানান, পার্বত্যাঞ্চলে ব্যক্তি ও সরকারি বেসরকারী উদ্যাগে আরো অধিক পরিমানে কাজুবাদাম ও কফি বাণিজ্যিকভাবে চাষ করে বিপুল বৈদেশিক মুদ্রা আয় ও কর্মসংস্থান সৃষ্টির অপার সম্ভাবনা রয়েছে। এছাাড়াও পাহাড়ের মাটি, আবহাওয়া এবং পরিবেশ কফি ও কাজুবাদম চাষের জন্য অত্যন্ত উপযোগী। কাজুবাদাম ও কফি আবাদে চাষিদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে বিনামুল্যে প্রশিক্ষণ, বীজ, চারা, সারসহ যাবতীয় সহায়তা করার আশ্বাস প্রদান করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.