প্রকাশ: ২০২২-০৯-১৮ ১৪:১৫:০৭ || আপডেট: ২০২২-০৯-১৮ ১৪:১৫:০৯
মাহফুজ আলম, নিজস্ব প্রতিবেদকঃ রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা পোনে ১২টার সময় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার-এমপি। রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙামাটি শাখা ডিজিএফআই’র কমান্ডার কর্ণেল জিএস খন্দকার তারিকুল ইসলাম, পুলিশ সুপার মীর মোদাদছছের হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান প্রমূখ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, রাঙামাটি সিএনজি অটোরিকশা চালক সমিতির সভাপতি পরেশ মজুমদার, কাউন্সিলর রবি মোহন চাকমা, স্কাউট সহকারী কমিশনার নুরুল আবছারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ গন।