খাগড়াছড়ি, , শুক্রবার, ৯ জুন ২০২৩

বক্সিংয়ে দেশের গর্ব রাঙামাটি জেলার জুরাছড়ির ছেলে সুরো কৃষ্ণ চাকমা

প্রকাশ: ২০২২-০৫-২১ ১৯:৩০:৩২ || আপডেট: ২০২২-০৫-২১ ১৯:৩০:৩৫

মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার: প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজিত আন্তর্জাতিক পেশাদার বক্সিংয়ে সফলতা অর্জন করেছেন রাঙামাটি জেলার জুরাছড়ির ছেলে বক্সার সুরো কৃষ্ণ চাকমা। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে পেশাদার এই বক্সিং আসরের নাম দেওয়া হয়েছে সাউথ এশিয়ান প্রফেশনাল বক্সিং ফাইট নাইট-দ্য আল্টিমেট গ্লোরি।

গেল বৃহস্পতিবার (১৯ মে) রাতে ৬১ কেজি ওজন শ্রেণিতে সুরো কৃষ্ণ চাকমা চার রাউন্ডের খেলায় নেপালের শক্তিশালী প্রতিপক্ষ মহেন্দ্র বাহাদুর চাঁদকে হারিয়েছেন। চ্যাম্পিয়ন হয়ে সুরো কৃষ্ণ উচ্ছ্বসিত কণ্ঠে বলেছেন, ‘আমি ভীষণ খুশি। এই প্রতিযোগিতা আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।

এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে টুর্নামেন্টে আরও অংশ নিয়েছেন ভারতের হর্ষ গিল, নেপালের মহেন্দ্র বাহাদুর চাঁদ, ভারত চাঁদ, বাংলাদেশের সুরো কৃষ্ণ চাকমা, মোহাম্মদ আল আমিন, রিয়াজুল মন্ডল, জাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, মোহাম্মদ তুহিন, উৎসব আহমেদ, মোহাম্মদ আকাশ, আবু তালহা হৃদয়, রিসাতুল মাহমুদ ও হীরা মিয়া।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.