প্রকাশ: ২০২২-০৬-২৩ ১৫:১২:১১ || আপডেট: ২০২২-০৬-২৩ ১৫:১২:১৪
নিজস্ব সংবাদদাতা, রাজস্থলী: আগামী ২৫ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন। সেই উপলক্ষে সারাদেশ ব্যাপী গণযোগাযোগ অধিদপ্তরের বিভিন্ন কর্মসূচীর অংশ হিসাবে রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জুন) রাজস্থলী উপজেলা পরিষদ প্রাঙ্গন, বাজার এলাকা, নোয়াপাড়া, খাগড়াছড়ি পাড়া, হাজী পাড়া, কলেজ এলাকায় পদ্মা সেতুর উপর রচিত সংগীত পরিবেশন করেন কাপ্তাই তথ্য অফিসের শিল্পীরা।
এইসময় কাপ্তাই তথ্য অফিসের শিল্পী রফিক আশেকীর কথা ও সুরে শিল্পীদল পদ্মা সেতু সহ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড গানে গানে তুলে ধরেন। বিভিন্ন স্থানে ব্যাপক সংখ্যক জনগণ উৎসাহ নিয়ে এই সংগীতানুষ্ঠান উপভোগ করেন। এ সময় মনোমুগ্ধকর গান শ্রবন করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ, পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যার চেয়ারম্যান পুচিংমং মারমা সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী অগনীত দর্শক বৃন্দ।
কাপ্তাই তথ্য কর্মকর্তা মোঃ হারুন জানান, এই কর্মসূচী আগামীকাল ২৫ জুন বিলাইছড়িতে অনুষ্টিত হবে।