প্রকাশ: ২০২৩-০৫-১৯ ০৯:২০:৩৪ || আপডেট: ২০২৩-০৫-১৯ ০৯:২০:৪০
মাহফুজ আলম, কাপ্তাই: রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ২০ ঘন্টা পর উদ্ধার হল সিরাজুস সালেহিন আকিব (২৩) এর মরদেহ।
বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার ৪নং কাপ্তাই ইউপি এলাকাধীন কাপ্তাই প্রজেক্ট এলাকার হাদি টিলা নামক সংলগ্ন কর্ণফুলী নদীতে উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী ডুবুরী দল যৌথ প্রচেষ্টা মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে উদ্ধার করে কাপ্তাই বিউবো হাসপাতলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করুন। আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কাপ্তাই ব্যবস্থাপক এটিএম আব্দুরজ্জাহের, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ জসীমউদ্দীন, নৌবাহিনী অফিসার লেফটেন্যান্ট রাসেদ, ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শাহিনুর রহমান, ইউপি মেম্বার মোঃ মহিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
উল্লেখ্য নিহতের পিতা সহিদুল ইসলাম বাবু বিদুৎ উন্নয়ন বোর্ড কাপ্তাইয়ে ফিটার এ পদে চাকুরি করেন, তার মেজ ছেলে সিরাজুস সালেহিন আকিব (২৩) সহ মোট চার জন ১৭মে দুপুরে কাপ্তাই প্রজেক্ট এলাকার হাদি টিলা নামক সংলগ্ন কর্ণফুলী নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে হঠাৎ দমকা হাওয়া বয়ে যাওয়ায় হতভাগা আকিব পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে বলে জানা যায়। এই ঘটনায় এলাকার শোকের মাতব বইছে।
আজ ১৮ মে বাদ যোহর কাপ্তাই প্রজেক্ট বাংলা কলোনী জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। যানাযার শেষে বিকেল আনুমানিক ৩ ঘটিকায় সময় কাপ্তাই হাদি টিলা কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।