খাগড়াছড়ি, , মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

কাপ্তাই থানা পুলিশের বিশেষ অভিযান; তিন’শ লিটার চোলাই মদ ও পাচার কালে গাঁজাসহ আটক ৪

প্রকাশ: ২০২৩-০৮-১২ ১৯:৫৯:৩৭ || আপডেট: ২০২৩-০৮-১২ ১৯:৫৯:৪৩

মাহফুজ আলম, কাপ্তাই: অভিনব কায়দায় পাচারকালে রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ে একটি ট্রাকসহ তিন’শ লিটার চোলাই মদের চালান আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার অফিসার্স ইনচার্জ জসীম উদ্দীন বলেন গোপন সংবাদের ভিত্তিতে ১২ আগষ্ট শনিবার সকালে টহল (মোবাইল) পুলিশ কাপ্তাই- বড়ইছড়ি প্রধান সড়কে একটি ট্রাককে গতিরোধ করে তল্লাশি চালালে বিপুল পরিমাণ এই চোলাই মদ ও পৃথক আরেক অভিযানে গাঁজার সন্ধান পায়। এ ব্যাপারে একটি ট্রাক, চোলাই মদ ও গাঁজাসহ চার জনকে আটক করা হয়।

ওসি জসিম উদ্দিন আরও বলেন- উদ্ধারকৃত চোলাই মদের পরিমাণ তিন’শ লিটার, যার বাজার মূল্য প্রায় ৯০ হাজার টাকা। আর ১২ পুরিয়া গাঁজা মুল্য দুই হাজার টাকা।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাপ্তাই থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। আজ বেলা সাড়ে এগারোটার সময় আসামী দুজনকে রাঙ্গামাটি জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.