খাগড়াছড়ি, , মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২০২৩-০২-১৬ ২০:১৩:৫১ || আপডেট: ২০২৩-০২-১৬ ২০:১৩:৫৭

মাহফুজ আলম, কাপ্তাই (রাঙামাটি) থেকে: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে’র সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী, সরকারি তথ্য অফিসার দেলোয়ার হোসেন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান সমুহের প্রধানগণ, গণমাধ্যম কর্মী, সাংস্কৃতিক, স্কাউটস ও ক্রীড়া প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করার লক্ষ্যে নানামুখী কর্মসূচী গৃহীত হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.