খাগড়াছড়ি, , বুধবার, ২৯ মার্চ ২০২৩

আদিবাসী দাবীর অন্তরালে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে পিসিএনপি’র সুধী সমাবেশ

প্রকাশ: ২০২২-০৮-১০ ১৭:৫৭:৪৩ || আপডেট: ২০২২-০৮-১০ ১৭:৫৭:৪৬

স্টাফ রিপোর্টারঃ আদিবাসী স্বীকৃতির দাবির অন্তরালে দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটি শহরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনিস্টিটিউট হল রুমে ১০ আগষ্ট বুধবার বিকেলে সুধী সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। আন্তর্জাতিক আদিবাসী দিবস সংক্রান্ত বিষয় নিয়ে রাঙামাটিতে পিসিএনপি সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচী পালন করেছে। বাংলাদেশের সংবিধান পরিপন্থী হিসেবে আদিবাসী শব্দের ব্যবহার ও অসাংবিধানিক আদিবাসী দিবস পালনের সংবিধান বিরোধী আদিবাসী শব্দের বহুল প্রয়োগ ও ৯ আগস্ট দিবস পালনে রাষ্ট্রের কোন ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখা।

মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে জেলা শহরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনিস্টিটিউট হল রুমে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত সুধী সমাবেশের সভাপতিত্ব করেন সংগঠনের রাঙামাটি শাখার সভাপতি শাব্বির আহম্মেদ ও সঞ্চালনা করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হাবীব আজম। সুধী সমাবেশে বক্তব্য রাখেন, পিসিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট পারভেজ তালুকদার, রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান, সহ-সভাপতি আমির মোহাম্মদ সাবের, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব পাটওয়ারী, রাঙামাটি সদর উপজেলা শাখার সভাপতি মোঃ ছগির, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর শাখার সাধারণ সম্পাদক হিরু তালুকদার, বরকল উপজেলা সাধারণ সম্পাদক এমাদুল ইসলাম, নানিয়ারচর উপজেলা সাধারণ সম্পাদক এম এ জলিল, মহিলা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোরশেদা আক্তার, জেলা সাধারণ সম্পাদক আসমা মল্লিক, সাংগঠনিক সম্পাদক লাভলী আক্তার, ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতা মাঈনুদ্দীন, জেলা যুগ্ম আহ্বায়ক আবছার, নানিয়ারচর উপজেলা সভাপতি মেহরাজ হোসেন সুজন, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রনেতা মোঃ সজীব, মোঃ শহীদুল ইসলাম। সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের ভূ-খন্ড থেকে মুছে ফেলতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের একটি অংশ উপজাতীয়দের আদিবাসী স্বীকৃতি দাবি। সংবিধান ও রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে রাষ্ট্রের আইনি কঠোর অবস্থানের দাবি জানানো হয় সমাবেশ থেকে।।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.