খাগড়াছড়ি, , মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক ফ্যান বিতরণ

প্রকাশ: ২০২৩-০৩-১৯ ২২:৫৬:২৫ || আপডেট: ২০২৩-০৩-১৯ ২২:৫৬:২৮

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী: রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই সেনা জোনের রাইখালী ইউনিয়নের দূর্গম ভাল্লুকীয়া এলাকার ভাল্লুকীয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেনী কক্ষের জন্য ১২টি বৈদ্যুতিক ফ্যান বিতরণ করা হয়েছে।

১৯ই মার্চ রবিবার কাপ্তাই সেনা জোনের বাঙ্গালহালিয়া সাব-জোন কমান্ডারের উপস্থিতিতে ফ্যানগুলো বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির নিকট হস্তান্তর করা হয়।

কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডারের দিক নির্দেশনায় দূর্গম প্রত্যন্তঞ্চলে অবস্থিত বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের পড়াশুনার সুবিধার্থে উক্ত ফ্যানগুলো বিতরন করা হয়েছে বলে জানা যায়।

এদিকে বিদ্যালয়ের জন্য ফ্যান পেয়ে শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটি কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.