প্রকাশ: ২০২০-০৬-২৩ ২০:৪৩:০৬ || আপডেট: ২০২০-০৬-২৪ ০১:৩৭:২০
মোঃ গোলামুর রহমান, লংগদু: রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলা বাংলাদেশ আওয়ামীলীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে লংগদু উপজেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার (২৩ জুন), লংগদু উপজেলা সদরে উপজেলা আওয়ামিলীগের দলীয় কার্যালয়ের সামনে সকাল ৮টার সময় আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কার্যক্রম শুরু হয়। এরপর সোনালী ব্যাংকের সামনে জাতির জনক বঙ্গবন্ধুর মোরালে পুষ্পমাল্য অর্পনের মধ্যমে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা নিবেদন করেন লংগদু উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার।
এসময় দলের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা মহিলা লীগের সভাপতি তানিয়া আফরোজ হাওয়া, আওয়ামীলীগ নেতা শাহাদাৎ হোসেন শিপু, লংগদু ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মেম্বার, উপজেলা সেচ্ছাসেকলীগের সভাপতি মোঃ সাদেক হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আনিস, সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগন এতে উপস্থিত ছিলেন।