খাগড়াছড়ি, , বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

লংগদুতে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলায় আহত ৩ কাঠুরিয়া

প্রকাশ: ২০২১-০৮-০৪ ২১:০৭:৩৩ || আপডেট: ২০২১-০৮-০৪ ২১:০৭:৪০

লংগদু প্রতিনিধি।। রাঙামাটির লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের চাইল্যাতলী এলাকায় পাহাড়ের অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের অতর্কিত হামলার স্বীকার হয়ে ৩ বাঙালি কাঠুরিয়া গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৩ আগস্ট) বিকাল আনুমানিক ৪টার সময় চাইল্যাতলী এলাকার বিমল কার্বারীর বাড়ির ঘাটে এ হামলার স্বীকার হয় ওই তিন বাঙালী কাঠুরিয়া।

হামলায় আহতরা হলেন ফয়েজ উদ্দিন (৫০), নুুুুরুন্নবী সুজন (২২) ও শওকত হোসেন (১৯)। এদের মধ্যে ফয়েজ উদ্দিন ও নুরুন্নবী গুরুতর আহত হওয়ায় আজ বুধবার সকালে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে ভর্তি করা হয়।

আহত ফয়েজ উদ্দিন বলেন, আমরা নিজস্ব পাহাড়ে বাঁশ কেটে বিকালে আনুমানিক ৪.৩০টার সময় বাড়িতে ফিরে আসার পথে বিমল কার্বারীর বাড়ির ঘাটে আসলে ৮/১০ জন অস্ত্রধারী সন্ত্রাসী (তারা সকলেই উপজাতি) বন্দুক ও লাঠিসোঁটা নিয়ে আমাদের ঘিরে ফেলে। এরপর কিছু বলার আগেই তার আমাদের এলোপাতাড়ি ভাবে পিটিয়ে শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আহত করে। হামলার এক পর্যায়ে দৌড়ে পালিয়ে আসতে সক্ষম হই। এসময় তারা বলেন, বাড়ি আসতে আমাদের সন্ধ্যা হয়ে যায় তাই রাতে আর হাসপাতালে আসতে পারিনি, ওখানেই প্রাথমিক চিকিৎসা নেই। আজ সকালে হাসপাতালে এসে ভর্তি হই। অভিযোগে তারা জানায় আমরা নিয়মিত পাহাড় থেকে গাছ, বাঁশ কেটে কোন মতে সংসার চালাই। সন্ত্রাসীরা আমাদের কাছ থেকে চাঁদা না পেয়ে এই হামলা করেছে।

এব্যাপারে ভাসাইন্যাদম ইউপি চেয়ারম্যান হযরত আলী এর কাছে জানতে চাইলে তিনি বলেন, পাহাড়ে সন্ত্রাসীদের নিকট হামলার শিকার হওয়া তিন ব্যাক্তি আমার কাছে এসেছিল। তাদের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখেছি। যেভাবে সন্ত্রাসীরা তাদের মেরেছে এটা খুবই নিন্দনীয় কাজ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.