খাগড়াছড়ি, , শুক্রবার, ৯ জুন ২০২৩

রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের মায়ের মৃত্যুতে রামু প্রেস ক্লাবের শোক প্রকাশ

প্রকাশ: ২০২৩-০৫-২৫ ২৩:৪৫:৪৭ || আপডেট: ২০২৩-০৫-২৫ ২৩:৪৫:৫২

রামু প্রতিনিধি: কক্সবাজার জেলার রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এসএম স্বদেশ শর্মার মাতা অণিমা রানী শর্মার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের ডেপুটি এডিটর ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, রামু প্রেস ক্লাবের উপদেষ্টা ও সাবেক সভাপতি ছড়াকার দর্পণ বড়ুয়া, রামু প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, সহ-সভাপতি এসএম জাফর, এম আবদুল্লাহ আল মামুন ও খালেদ হোসেন টাপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন, অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান, দপ্তর সম্পাদক হাসান তারেক মুকিম, সহ-দপ্তর সম্পাদক শওকত ইসলাম, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সহ-প্রচার সম্পাদক আবুল কাশেম সাগর, কার্যকরী সদস্য খালেদ শহীদ, জহির উদ্দিন খন্দকার, মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, কফিল উদ্দিন, সদস্য এইচবি পান্থ, প্রসূন বড়ুয়া, আহমদ ছৈয়দ ফরমান, হামিদুল হক, এসএম হুমায়ন কবির, কামাল হোসেন, হাবিবুর রহমান সোহেল, শিপ্ত বড়ুয়া, এমএইচ আরমান, নুরুল হক সিকদার, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সাইদুজ্জামান, মো. আবদুল্লাহ, সহযোগি সদস্য প্রকাশ সিকদার ও মিজানুল হক।

বিবৃতিতে রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দ এসএম স্বদেশ শর্মার মাতা অণিমা রানী শর্মার পরকালীন সদগতি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এসএম স্বদেশ শর্মার মাতা অণিমা রানী শর্মা বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৯ টায় চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালে ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.