প্রকাশ: ২০২৩-০৬-০৮ ২০:১৮:১৩ || আপডেট: ২০২৩-০৬-০৮ ২০:১৮:১৯
রামু প্রতিনিধি: কক্সবাজারের রামুতে শুভ উদ্বোধন হলো দেশের নাম্বার ওয়ান সুপার শপ ‘স্বপ্ন’। বুধবার, ৭ জুন বিকালে রামু চৌমুহনী থানা রোডস্থ সুলতান শপিং কমপ্লেক্সে এ সুপার শপের শুভ উদ্বোধন করেন- কক্সবাজার- ৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল।
স্বপ্ন’র এসিসট্যান্ট ম্যানেজার (এক্সপ্যানশন) শহিদুল ইসলাম জানান- গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সবসময় প্রাধান্য দেয় স্বপ্ন। গুণগত, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পণ্যের বিপুল সমাহার রয়েছে এ প্রতিষ্ঠানে। গ্রাহকরা সুলভ মূল্যে পাবেন প্রতিটি পণ্য। স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে এখানে সকল প্রকার খাদ্য সামগ্রী, দেশী-বিদেশী কসমেটিক্স, খেলনা, গৃহস্থালী পণ্য রাখা হয়েছে। তাই রামু উপজেলা সহ আশপাশের অঞ্চলের মানুষ রামুর স্বপ্ন সুপার শপে মনোরম পরিবেশে কেনাকাটা করার সুযোগ পাবেন।
স্বপ্ন সুপার শপ রামু আউটলেট এর স্বত্ত¡াধিকার ইঞ্জিনিয়ার আহম্মদ আবরার ছামি, জাহেদুল হক ও তানভীর রহমান জানান- রামুতে গুণগত মান ও সুলভ মূল্যে এ ধরনের অত্যাধুনিক সুপার শপের শুণ্যতা ছিলো। এখন রামুবাসীর কাংখিত এ সুপার শপ স্বপ্ন পথচলা শুরু করলো। উদ্বোধন উপলক্ষ্যে বিভিন্ন পণ্যে আকর্ষণীয় ছাড় দেয়া হচ্ছে। থাকছে হোম ডেলিভারীও। প্রতি শুক্র ও শনিবার গ্রাহকদের জন্য থাকছে বিশেষ অফার।
উদ্বোধন অনুষ্ঠানে রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মুসরাত জাহান মুন্নী, স্বপ্ন’র এসিসট্যান্ট ম্যানেজার (এক্সপ্যানশন) শহিদুল ইসলাম, সুলতান শপিং কমপ্লেক্সে এর স্বত্ত¡াধিকারি সাহেদ সুলতান, স্বপ্ন সুপার শপ রামু আউটলেট এর স্বত্ত¡াধিকারি ইঞ্জিনিয়ার আহম্মদ আবরার ছামি, জাহেদুল হক ও তানভীর রহমান উপস্থিত ছিলেন।