খাগড়াছড়ি, , মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

বান্দরবানে বিএনপি’র অবস্থান কর্মসুচী

প্রকাশ: ২০২৩-০৬-০৮ ২১:৩৪:২২ || আপডেট: ২০২৩-০৬-০৮ ২১:৩৪:২৮

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি: অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎখাতে ব্যাপক দুনীতির প্রতিবাদে বান্দরবানে অবস্থান কর্মসুচী ও স্মারকলিপি প্রদান করেছে বান্দরবান জেলা বিএনপি।

আজ বৃহস্পতিবার (৮ জুন) সকালে বান্দরবান জেলা বিএনপি এর আয়োজনে বিদ্যুৎ অফিসের সামনে ঘন্টাব্যাপী এই অবস্থান কর্মসুচী পালন করে বান্দরবান জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। অবস্থান কর্মসুচী পালনকালে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, দূর্নীতিতে ভরে গেছে পুরে দেশ। দেশের কিছু মানুষ জনগণের টাকা লুটপাট করে রাতারাতি বড়লোক হয়ে গেছে।

এসময় বক্তারা আরো বলেন, বিদ্যুৎখাতে ব্যাপক দুনীতি ছড়িয়ে পড়েছে আর এই কারণেই সাধারণ মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। বক্তারা এসময় সরকারকে দ্রুত সময়ে সাধারণ জনগনকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার পাশাপাশি দুনীর্তিবাজদের খুঁজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবি জানায়।

অবস্থান কর্মসুচী শেষে বিএনপির নেতাকর্মীরা বিদ্যুৎ বিতরণ বিভাগ বান্দরবানের নির্বাহী প্রকৌশলীকে লোডশেডিং বন্ধ এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার জন্য একটি স্মারকলিপি প্রদান করেন।

এসময় কর্মসুচীতে বান্দরবান জেলা বিএনপি এর সভাপতি মাম্যাচিং, সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, সাবেক সহ-সভাপতি লুসাই মং, উপজেলা বিএনপি সভাপতি ছরোয়ার জামালসহ বান্দরবান জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.