খাগড়াছড়ি, , বুধবার, ২৯ মার্চ ২০২৩

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে বাংলাদেশী আহত

প্রকাশ: ২০২৩-০২-২৫ ২১:১৮:২৭ || আপডেট: ২০২৩-০২-২৫ ২১:১৮:২৮

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চাকঢালা জামছড়ি এলাকায় সীমান্তের ওপারে মিয়ানমার থেকে গরু আনতে গিয়ে ফের মাইন বিস্ফোরণে গোলাম আকবর নামে এক বাংলাদেশী নাগরিক আহত হয়েছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারী) বিকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা এলাকার জামছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে সালুডং এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি গোলাম আকবর (২৫) নাইক্ষ্যংছড়ি সদর ইউপির চাকঢালা জামছড়ি এলাকার ছৈয়দ আজিমের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাকঢালা জামছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের ওপার থেকে চোরাই গরু আনতে যান গোলাম আকবর। সেখানে মাইন বিস্ফোরণে বাম পায়ের গোড়ালীতে গুরুতর আহত হয়। আহত গোলাম আকবর সংকটাপন্ন অবস্থায় বর্তমানে কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, মাইন বিস্ফোরণে আহত ব্যক্তি কক্সবাজারে চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি শুনেছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.