খাগড়াছড়ি, , বুধবার, ২৯ মার্চ ২০২৩

নাইক্ষ্যংছড়িতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২০২৩-০২-২০ ১৪:৩৬:১৭ || আপডেট: ২০২৩-০২-২০ ১৪:৩৬:২৩

আবদুর রশিদ, নাইক্ষংছড়ি বান্দরবানঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেন শর্মা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্হিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান মংহ্লা মার্মা, ভাইস চেয়ারম্যান (মহিলা) শামীমা আক্তার, উপ জেলা কৃষি অফিসার এনামুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা, উপজেলা প্রকৌশলী নজুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও দোছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ ইমরান, সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, বাইশারী ইউপি চেয়ারম্যান মো: আলম,সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এন্যানিং মার্মা, থানা’র প্রতিনিধি পুলিশ অফিসার ধীমান বডুয়া, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ, যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, সদস্য জয়নাল অবেদ্দীন টুক্কু, ইউপি সদস্য রাশেদা বেগম, ইউপি সদস্য জায়তুনসহ জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার লোকজন উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা নাইক্ষ্যংছড়ি থেকে গরু চোরাচালান ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনের বিষয়ে আরো আন্তরিকতার সহিত কাজ কারার আহ্বান জানান। এছাড়াও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাপক আলোচনা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.