প্রকাশ: ২০২৩-০৬-০৮ ২০:২৩:৩৯ || আপডেট: ২০২৩-০৬-০৮ ২০:২৩:৪৫
আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি: “মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত” এ স্লোাগানকে সামনে রেখে অপুষ্টিজনিত রোগব্যাধি থেকে প্রজন্মকে রক্ষাসহ সুস্থ ও মেধাসম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) সকাল সাড়ে ১১টায় নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য বিভাগ নাইক্ষ্যংছড়ি বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ আলোচনা সভার আয়োজন করা হয়। এই পুষ্টি সাপ্তাহ চলবে আগামী ১৩ জুন পর্যন্ত।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. এ, জেড, এম. ছলিম, নাইক্ষ্যংছড়ি উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বিতীয় ময় চাকমা প্রমুখ। এছাড়াও এ সভায় ইউপি সদস্য ও স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন।