খাগড়াছড়ি, , বুধবার, ২৯ মার্চ ২০২৩

থানচিতে ইঞ্জিন নৌকার সংঘর্ষে নিহত ১

প্রকাশ: ২০২৩-০২-০৫ ১৭:৫১:৫১ || আপডেট: ২০২৩-০২-০৫ ১৭:৫১:৫৭

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের থানচি উপজেলায় সাঙ্গু নদীতে দুই ইঞ্জিন চালিত নৌকার সংঘর্ষে এক নৌকার মাঝি নিহত হয়েছেন। রবিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৯টায় পদ্মমুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে। নিহতের নাম সামংগ্য ত্রিপুরা (৪৯)। তিনি থানচি উপজেলার ক্যসাপ্রু পাড়ার বাসামনি ত্রিপুরার ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, থানচি বাজার থেকে পর্যটক নিয়ে রেমাক্রির উদ্দেশ্যে যাওয়ার পথে সাঙ্গু নদীর পদ্মমুখ নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ৪নং ওয়ার্ডের নৌকার মাঝি মাংলো ম্রোঃ (১৮) এর নৌকার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সামংগ্য ত্রিপুরা গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক বলেন, নৌকায় থাকা পর্যটকরা সবাই সুস্থ আছেন। আইনি প্রক্রিয়া শেষে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.