প্রকাশ: ২০২২-১২-২৮ ২২:৫৩:৩৪ || আপডেট: ২০২২-১২-২৮ ২২:৫৩:৪০
এস এম হুমায়ুন কবির: বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি দোছড়ির তুলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় প্রান্তিক পরীক্ষা-২০২২ এর ফলাফল প্রকাশ, বিদায় অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৮ ডিসেম্বর তুলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইমরান, প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা।
বিদ্যালয় ব্যবস্হাপনা কমিটির সভাপতি মোঃ ইরফান মাহবুব’র সভাপতিত্বে প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ ইদ্রিস স্বাগত বক্তব্য রাখেন, এ বিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী ইশরাত নওশিন ইফাতের মনোমুগ্ধকর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আকতার উদ্দিন, দোছড়ি ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ হোছন, প্রবীণ সমাজ সেবক সৈয়দ নুর, বিদ্যালয় ব্যবস্হাপনা কমিটির সহ সভাপতি মোঃ হোছন প্রমুখ।
প্রধান মেহমানের বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা বলেছেন,”সন্তান কে সুশিক্ষার মাধ্যমে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে পারলেই এগিয়ে যাবে প্রিয় বাংলাদেশ ” বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার কোন বিকল্প নেই।