প্রকাশ: ২০২২-১১-২৪ ১৯:২৯:১১ || আপডেট: ২০২২-১১-২৪ ১৯:২৯:১৬
নিজস্ব প্রতিনিধি, আলীকদম: বান্দরবানের আলীকদম উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বুধবার রাত ৯টায় উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সিলেটি পাড়ায় আলীকদম জোনের দিক নিদের্শনায় (৩১ বীর) ১টি টিম এই অভিযান পরিচালনা করে।
গতকাল (২৩ নভেম্বর) বুধবার রাত ৯ঘটিকার সময় উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সিলেটি পাড়ায় ইয়াবা বেচাবিক্রির করছে এমন গোপন সংবাদে আলীকদম সেনা জোন অভিযান চালায়।
মাদক ব্যবসায়ী সেনা সদস্যদের উপস্থিতি বুঝতে পেয়ে ইয়াবা রেখে দ্রুত পালিয়ে যায়। সেনা টিম উদ্ধারকৃত ৩০ হাজার ইয়াবা আলীকদম জোন সদরে নিয়ে আসে। রাত ১১টায় উদ্ধারকৃত ইয়াবা আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় মর্মে জানা যায়।
ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাফ্ফর হোসেন বলেন, এ বিষয়ে আলীকদম থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। আসামীকে আটকের চেষ্টা চলছে।