প্রকাশ: ২০১৬-১১-২৪ ০৮:২৮:৩২ || আপডেট: ২০১৬-১১-২৪ ০৮:৩০:০৭
বিশেষ প্রতিনিধি:
দূর্গম পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার পাশাপশি বসবাসরত হত দরিদ্রদের বিনা মূল্যে চিকিৎসা দিয়ে সাধারন জনগণের আস্থা অর্জন করেছে সেনা বাহিনী। আজ বৃহস্পতিবার সকালে লক্ষীছড়ি জোনের আয়োজনে দুই দিন ব্যাপী চক্ষু শিবিরের সমাপনী দিনে খাগড়াছড়ি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা উপরোক্ত কথা বলেন। তিনি বলেন বর্তমান সরকার পার্বত্য অঞ্চলের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সরকারের আন্তরিকতায় এই অঞ্চলের সাধারন মানুষ আজ উন্নয়নের সুবিধা ভোগ করছে। বাংলাদেশ সেনা বাহিনী সরকারের প্রদত্ত স্থাস্থ্য সেবার পাশাপাশি জনগনের বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করে এই অঞ্চলের মানুষের পাশে সেবার মানুসিকতা নিয়ে এগিয়ে এসেছে। আগামী দিনে জেলার অন্যান্য উপজেলা গুলোতে এই কার্যক্রম পরিচালনা করার জন্য তিনি সংশ্লিষ্টদের আহবান জানান।
গুইমারা রিজিয়নের বিগ্রেডিয়ার জেনারেল কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত চক্ষু শিবিরের সমাপনী দিনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের গর্ভণর ডা. মুসতাক আহমেদ, চক্ষু বিশেষজ্ঞ ও ক্যাম্প লিডার ডা. জান্নাত ফেরদৌস বৃষ্টি, খাগড়াছড়ি সিভিল সার্জন নিশিত নন্দী মজুমদার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর রাসেল আহমেদ, লক্ষ্মীছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন সালাউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।