খাগড়াছড়ি, , মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

স্ত্রীর যৌতুকের মামলায় স্বামীর কারাদণ্ড

প্রকাশ: ২০২৩-০৭-১৭ ১৮:৫৪:৩৫ || আপডেট: ২০২৩-০৭-১৭ ১৮:৫৪:৪০

স্টাফ রিপোর্টার।।
যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করা যৌতুক মামলায় এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এছাড়াও অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আজ সোমবার (১৭জুলাই) দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আজিজুল হক এ রায় দেন। দন্ডপ্রাপ্ত ওই আসামি ইকবাল আহম্মেদ ভুঁইয়া পলাতক রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০০৭ সালে খাগড়াছড়ির মাটিরাঙ্গার মেয়ে শাহেনা আক্তারের সঙ্গে কুমিল্লার জোড়পুকুরিয়া এলাকার বাসিন্দা ইকবালের বিয়ে হয়। বিয়ের পর থেকে ইকবাল যৌতুকের জন্য স্ত্রী শাহেনা আক্তারকে নির্যাতন করে আসছিলেন। সর্বশেষ ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি ইকবাল যৌতুকের জন্য স্ত্রীর বাবার বাড়িতে গিয়ে তাকে মারধর ও নির্যাতন করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গত ১১ মার্চ আদালতে মামলা করেন। আদালতে মোট ৪ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ এ রায় দেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.