খাগড়াছড়ি, , শুক্রবার, ৯ জুন ২০২৩

লক্ষ্মীছড়িতে সন্ত্রাসীর গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যান আহত, চমেকে প্রেরণ

প্রকাশ: ২০২৩-০৫-১৬ ১২:৩৮:২১ || আপডেট: ২০২৩-০৫-১৬ ১৩:৩৬:৫৯

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক।।

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বর্মাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান নিলবর্ণ চাকমাকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি করেছে বলে খবর পাওয়া গেছে। গতকাল সোমবার  রাত আনুমানিক ৯টার দিকে নিজ বাসায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আহতবস্থায় লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানান, নিলবর্ণ চাকমা রাত ৮টার দিকে বানরকাটা হাসপাতাল এলাকায় অবস্থিত নিজ বাসায় রাতের খাবার খেয়ে হুক্কা (ডাবা) টান ছিলেন। এক পর্যায় বসা থেকে ওঠে দাঁড়ানোর সাথে সাথে গুলির আওয়াজ। আওয়াজ শুনতে পেলেও নিলবর্ণ তখনো বুঝতে পারেনি যে নিজের পায়েই গুলিটি লেগেছে। কয়েক সেকেন্ড পর দেখে মাটিতে পায়ের রক্ত। এর পরই পরিবারের লোকজন আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

নিলবর্ণ চাকমার ছেলে তুহিন চাকমা জানান, আমি ঘরে রাতের ভাত খেয়ে শুয়ে আছি। হঠাৎ করে বিকট আওয়াজ শুনতে পেয়ে ওঠে পড়ি। বাবার চিৎকার শুনে বাবার কাছে ছুটে যাই। কোনো লোকজনকে আমি দেখতে পাইনি।

নিলবর্ণ চাকমাকে যখন প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে তখন মারাত্মক আহত অবস্থায় বলেন, দরজার বাহির থেকে গুলিটি এসেছে। আমি প্রথমে বুঝতে পারিনি যে আমার পায়ে গুলি লেগেছে। বাহির থেকে গুলি করেই পালিয়ে গেছে। আমি কোনো ব্যক্তিকে দেখতে পাইনি। কেন? কি কারণে কারা বা আপনাকে গুলি করবে? এমন প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি (নিলবর্ণ চাকমা)।

লক্ষ্মীছড়ি উপজেলা হাসপাতালের মেডিকলে অফিসার মো: হাসান মাহমুদ জানান, বাম পায়ে ধারনা করা হচ্ছে ২টি গুলি লেগেছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। তবে তিনি আশংকামুক্ত বলে জানান কর্তব্যরত ডাক্তার।

লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিনহাজ মাহমুদ বলেন, ঘটনাটি শোনার সাথে সাথেই হাসপাতালে ছুটে গেছি। আমরা খোঁজ খবর নিচ্ছি। এ বিষয়ে যদি কোনো অভিযোগ পাই তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, ১৯৯২ সাল থেকে ১৯৯৬সাল পর্যন্ত নিলবর্ণ চাকমা বর্মাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বর্তমানে নিলবর্ণ চাকমা বর্মাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পরপর গত ২টি ইউনিয়ন পরিষদ নির্বাচেনে আওয়ামীলীগের মনোনীত দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়েও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করেছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.