প্রকাশ: ২০২৩-০৫-২৯ ১৪:১২:০০ || আপডেট: ২০২৩-০৫-২৯ ১৪:১৩:০২
মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় প্রতিনিধি।।
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় তথ্য অফিসের উদ্যোগে সোমবার(২৯মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় রামগড়ের তথ্য অফিসার মো. সেলিম মিয়ার সঞ্চালনায় ও সহকারী তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে এবং রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাশের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামগড় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো.সাদ্দাম হোসেন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম প্রমুখ ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, পৌর কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদের সদস্য, সুশীল সমাজের সদস্যবৃন্দ, সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চতুর্থ শিল্প বিপ্লবের গুরুত্ব ও এর চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আলোকিত পাহাড়/শাহেদ/খাগড়াছড়ি