খাগড়াছড়ি, , মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

মাটিরাঙ্গায় এইচএসসি পরীক্ষার্থীদের ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশ: ২০২৩-০৮-১২ ১২:০৫:১১ || আপডেট: ২০২৩-০৮-১২ ১২:১০:২৪

স্টাফ রিপোর্টার।।
ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, মাটিরাঙ্গা কলেজ শাখার উদ্যোগে মাটিরাঙ্গা উপজেলাধীন বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার (১১ আগস্ট) বিকালে উপজেলার চরপাড়াস্থ ‘বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ’র মাটিরাঙ্গা উপজেলা আঞ্চলিক শাখা কার্যালয় হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় সহ-সভাপতি হিরন জয় ত্রিপুরা।

অনুষ্ঠানে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের মাটিরাঙ্গা কলেজ শাখার সভাপতি অনিতা ত্রিপুরার সভাপতিত্বে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির সভাপতি নয়ন ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ সংসদ, মাটিরাঙ্গা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ধর্ম জ্যোতি ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদ মাটিরাঙ্গা আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক মলেন্দ্র লাল ত্রিপুরা, চট্টগ্রাম মহানগর ত্রিপুরা কল্যান ফোরামের সভাপতি সুরেশ বরন ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম,বাংলাদেশ, মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি ডলি ত্রিপুরা বিশেষ অতিথির বক্তব্য রাখেন।আলোচনা সভায় সংগঠনের মাটিরাঙ্গা কলেজ শাখার সাধারণ সম্পাদক সুনিল বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ মাটিরাঙ্গা উপজেলা শাখার সাবেক সভাপতি কান্তমনি ত্রিপুরা, সাবেক সভাপতি প্রবাস কান্তি ত্রিপুরা, সাবেক সাধারণ সম্পাদক আশিক রঞ্জন ত্রিপুরা।

এছাড়াও সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কজিতা ত্রিপুরা, খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সাবেক সভাপতি খলেন জ্যোতি ত্রিপুরা সহ বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ (বিটিকেএস); ত্রিপুরা যুব কল্যাণ সংসদ, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ এর বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও ত্রিপুরা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আগামীতে স্মার্ট বাংলাদেশ গঠনে মানসম্মত শিক্ষা গ্রহণ গ্রহণ এবং প্রযুক্তিতে দক্ষতা অর্জনের আহবান জানান। পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষ মানবসম্পদে গড়ে উঠার জন্য ছাত্র সমাজের ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.