খাগড়াছড়ি, , মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

মাটিরাঙ্গায় মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশ: ২০২৩-০৭-০৬ ১৮:৩৭:৩৮ || আপডেট: ২০২৩-০৭-০৬ ১৮:৪৮:১২

প্রতিনিধি, মাটিরাঙ্গা।।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ সিজন ১ এর উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬জুলাই) বিকেলে মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যায়লের মাঠে এটি অনুষ্ঠিত হয়। মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামসুল হক কর্তৃক আয়োজিত টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ কামরুল হাসান, পিএসসি। 

এসময় মাটিরাঙ্গা পৌরসভার সকল কাউন্সিলর, রাজনৈতিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। খেলায় খাগড়াছড়ি একাদশ বনাম মুসলিম পাড়া একাদশ অংশগ্রহণ করেন।

মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামসুল হক বলেন, জ্ঞান অর্জনের পাশাপাশি মাটিরাঙ্গার যুব সমাজ কে খেলাধুলায় মনোযোগী হতে হবে। খেলাধূলা মাদক থেকে যুব সমাজ কে দূরে রাখে। মাটিরাঙ্গা পৌরবাসীকে মাদকমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্নেল মো: কামরুল হাসান বলেন, “খেলাধূলায় বাড়ে বল” মাদক ছেড়ে খেলতে চল। খেলাধূলা মানুষের মনোবল বাড়ায়, আনন্দ দেয়, মাদক থেকে দূরে রাখে। পড়ালেখার পাশাপাশি সকলকে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহবান জানান তিনি।

আলোকিত পাহাড়/হাসেম/মাটিরাঙ্গা/খাগড়াছড়ি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.