খাগড়াছড়ি, , শুক্রবার, ৯ জুন ২০২৩

মাটিরাঙ্গাতে ফলের বস্তায় অভিনব পদ্ধতিতে গাঁজা পাচার, আটক ০১

প্রকাশ: ২০২৩-০৫-২১ ১৮:৫৯:২২ || আপডেট: ২০২৩-০৫-২১ ১৮:৫৯:২৮

মো: আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

রোববার ২১ মে বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা শান্তি কাউন্টার থেকে এসব গাঁজাসহ তাকে আটক করা হয়।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, অভিনব কায়দায় আম, কাঁঠালের  বস্তায় করে মাদক পাচার করছিল এমন গোপন সূত্রের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়ার নির্দেশনায় এসআই সাদ্দাম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাটিরাঙ্গা শান্তি কাউন্টার থেকে আম, কলা, কাঁঠালের বস্তায় থাকা তিনটি পেকেট থেকে প্রায় তিন কেজি গাঁজাসহ শফিউল আলম (৩০) কে আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশ।

শফিউল কড়াইল্যাছড়ি এলাকার নুরু সর্দার পাড়ার শাহাআলমের ছেলে। সে পেশায় ওই এলাকায় চা দোকানদার।

মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.