খাগড়াছড়ি, , শুক্রবার, ৯ জুন ২০২৩

বৌদ্ধ ধর্মীয় গুরু শ্রীমৎ নন্দপাল মহাস্থবির ভান্তের জন্মদিন পালন

প্রকাশ: ২০২৩-০৫-১০ ১৪:১৫:১৪ || আপডেট: ২০২৩-০৫-১০ ১৪:১৫:১৫

খাগড়াছড়ি প্রতিনিধি।।

পাহাড়ের অন্যতম বৌদ্ধ ধর্মীয় গুরু শ্রীমৎ নন্দপাল মহাস্থবির ভান্তের ৭১তম জন্মদিন পালন করেছে বৌদ্ধ ধর্মালম্বী নর-নারীরা। এ উপলক্ষে আজ বুধবার সকালে দীঘিনালা বন বিহারের মাঠে, বুদ্ধ পতাকা উত্তোলনের পর মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও কেক কেটে জন্ম দিন পালন  করা হয়।

ভান্তের জন্মদিন উপলক্ষে বুদ্ধ মুর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান , বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড দানসহ নানা বিধ দান,  পঞ্চশীল গ্রহন , স্বধর্ম শ্রবণসহ  ধর্মীয় আলোচনা সভায় আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন বৌদ্ধ বিহারে বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মালম্বী নর-নারীরা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার বিকেলে (সাড়ে ৪ টায়) বৌদ্ধ যুব ঐক্য পরিষদের উদ্যোগে এক বর্ণিল শোভা যাত্রার মাধ্যমে দীঘিনালা বড়াদম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ভান্তেকে  নন্দ পাল মহাস্থবির ভান্তেকে দীঘিনালা বন বিহারে আনা হয়। তিনি হচ্ছে পাহাড়ের প্রধান বৌদ্ধ ধর্মীয় গুরু রাঙ্গামাটির রাজ বনবিহারে পরিনিবানর্কৃত শ্রীমৎ সাধানা নন্দ মহাস্থবির বন ভান্তের প্রধান শিষ্য। তিনি আজ থেকে ৫০ বছর আগে রাঙ্গামাটির তিনটিলা বন বিহারের বন ভান্তের নিকট শিষ্যত্ব করেন। বর্তমানে তিনি ভারত, শ্রীলংকা, ভিয়েতনাম, ফ্রান্স, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে ধর্ম প্রচার করছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.