খাগড়াছড়ি, , মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

মাটিরাঙ্গায় বি‌জি‌বির ম‌নোগ্রাম যুক্ত ব্যাগে গাঁজা, আটক ২

প্রকাশ: ২০২৩-০৬-২৪ ১৭:১৬:২৮ || আপডেট: ২০২৩-০৬-২৪ ১৭:১৭:৩৩

প্রতিনিধি,মাটিরাঙ্গা।।

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় অ‌ভিনব কৌশ‌লে বি‌জি‌বির ম‌নোগ্রামযুক্ত ব্যাগে ৭ কেজি গাঁজা বহনকা‌লে ২ জনকে আটক ক‌রে‌ছে মা‌টিরাঙ্গা থানা পু‌লিশ।আটককৃতরা হ‌লেন তাইন্দং ২নং ওয়ার্ড ডি‌পি পাড়ার আব্দুল মান্নানের ছে‌লে ম‌নির হো‌সেন (৩০) ও একই ইউ‌নিয়‌নের ৪নং ওয়ার্ড উত্তর আচালং/ তানাক্কা পরড়ার মৃত ফ‌রিদ মিয়ার ছে‌লে মোটরসাই‌কেল চালক ফ‌য়েজ আহাম্মাদ (৩৫)। 

শ‌নিবার (২৪জুন) সকাল ১০টার সময় মা‌টিরাঙ্গায় চট্টগ্রাম লোকাল বাসস্ট্যান্ড সংলগ্ন একুশে ক‌ফি হাউজ থে‌কে তা‌দের আটক করা হয়।

পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে তাইন্দং হ‌তে চট্টগ্রাম নি‌য়ে যাওয়ার সময় মা‌টিরাঙ্গা বাজা‌রে চট্টগ্রাম লোকাল বাসস্ট্যান্ড এলাকায় এস আই মাসুদুল আলম পা‌টোয়ারী ও কামরুল আ‌রে‌ফিন চৌধুরীর যৌথ নেতৃত্ব অ‌ভিযান প‌রিচালনা ক‌রে তা‌দের‌কে আটক করা হয়। এ সময় গাঁজা বহনকা‌রীদের ব্যবহৃত মোটর সাই‌কেলটি (খাগড়াছ‌ড়ি -হ ১১-২৭ ২২) জব্দ করা হয়।

পু‌লি‌শের প্রাথ‌মিক জিজ্ঞাসাব‌দে আটকৃতরা দে‌শের বি‌ভিন্ন এলাকায় গাঁজা সরবরাহ ক‌রার কথা স্বীকার ক‌রেন।

মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ মো: জাকা‌রিয়া ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, আটকৃতরা থানা হেফাজ‌তে আ‌ছে। পরবর্তী পদ‌ক্ষেপ আই‌নি প্রক্রিয়া চলমান র‌য়ে‌ছে। যেকোন অপরাধ প্রবণতা রো‌ধে মা‌টিরাঙ্গা থানা পুলিশ সদা তৎপর র‌য়ে‌ছে।

আলোকিত পাহাড়/হাসেম/মাটিরাঙ্গা/খাগড়াছড়ি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.