খাগড়াছড়ি, , শুক্রবার, ৯ জুন ২০২৩

বিলাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও ধর্মীয় সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২০২৩-০৫-০৪ ১৩:২৪:৪২ || আপডেট: ২০২৩-০৫-০৪ ১৩:২৫:২০

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।

বিলাইছড়িতে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় এবং জগতে সকল প্রাণী সুখী হোক- এ কামনায় যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যা আগামীকাল পর্যন্ত বিহারে বিহারে উদযাপন হবে।

বৃহস্পতিবার (৪মে) পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ বিলাইছড়ি উপজেলা শাখা ও বিলাইছড়ি জনসাধারণের আয়োজনে সকাল ৮টায় একটি র‌্যালি বের করে বাজার হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহার দীঘলছড়িতে গিয়ে শেষ হয়।

পরে বিহারে পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে অষ্টশীল গ্রহণ, অষ্টপরিষ্কার দান, সংঘদান ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধর্মীয় সভায় উপস্থিত ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘ বিলাইছড়ি উপজেলা শাখার সভাপতি আর্য্যলঙ্কার মহাথের, সাধারন সম্পাদক বিপুল জ্যোতি থেরসহ অন্যান্য ভিক্ষু সংঘ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপাসক- উপাসিকা এবং শত শত পূর্ণ্যার্থীবৃন্দ।

উল্লেখ্য, বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অতি পবিত্রতম একটি দিন। এই দিনে অর্থাৎ বৈশাখী পূর্ণিমার পবিত্র তিথিতে মহামতি গৌতম বুদ্ধ নেপালের লুম্বিনী কাননে জন্মগ্রহণ করেছিলেন, ভারতের বুদ্ধগয়ায় বোধিজ্ঞান বা বুদ্ধত্ব লাভ করেছিলেন এবং কুশীনগরে মহাপরিনির্বাণ বা মহাপ্রয়াণ লাভ করেছিলেন। বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান লাভ ও মহাপরিনির্বাণ একই দিনে হওয়ায় ত্রি-স্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের জন্য শ্রেষ্ঠতম প্রধান ধর্মীয় উৎসব। বিশ্বের সকল বৌদ্ধ সম্প্রদায়ের কাছে এটি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.