খাগড়াছড়ি, , মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

বিলাইছড়িতে ম্যালেরিয়া নির্মূলে কাজ করছে ব্রাক স্বাস্থ্য

প্রকাশ: ২০২৩-০৯-১৮ ১৬:৩৬:৪১ || আপডেট: ২০২৩-০৯-১৮ ১৬:৩৬:৪৭

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
বিলাইছড়িতে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচী -২০২৩ -এর এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক স্বাস্থ্য বিলাইছড়ি – এর আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ শার্দূল দাশ, উপজেলা  শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা, ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, থানা এসআই রেদওয়ানুর রহমান এবং ব্রাক স্বাস্থ্য বিভাগের প্রোগ্রাম অর্গানাইজার আদর্শী চাকমা প্রমূখ।

জানা যায়, ব্রাক তথ্য অনুসারে  উপজেলার ১২১ টি পাড়া, ৮০ জন সেবিকা, ৩২ জন স্পেশাল হেল্পার( ওয়ার্কার),২২ জন স্বাস্থ্য কর্মী নিয়ে  ম্যালেরিয়া নির্মূলে দূর্গম এলাকায়  নিয়মিত কাজ করে যাচ্ছে ব্র্যাক স্বাস্থ্য বিভাগ। এছাড়াও  প্রতিটি পরিবারে দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণে মশারীও।

সভায় বলা হয়- দেশের যে কোনো অঞ্চলের চেয়ে পার্বত্য এলাকায় ম্যালেরিয়া প্রকোপ একটু বেশি। ম্যালেরিয়া ও ডেঙ্গু একটি মশা বাহিত রোগ। তাই  পরীক্ষা যেন আরো একটু আধুনিক করা, যাহাতে শতভাগ ম্যালেরিয়া হয়েছে কিনা তা নিশ্চিত করা।এছাড়াও ম্যালেরিয়া নির্মূলে এলাকার জনপ্রতিনিধিরা সহযোগিতা দিয়ে সভা সমাবেশে মাধ্যমে জনগণকে সচেতনতার বিষয়েও  ধারণা দেওয়ার জন্য বিষদ্ আলোচনা করা হয়েছে। 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.