খাগড়াছড়ি, , মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের নতুন বই উপহার জেলা প্রশাসকের

প্রকাশ: ২০২৩-০৮-২২ ১৮:২১:৪৮ || আপডেট: ২০২৩-০৮-২২ ১৮:২৭:৩৭

বশির আহমেদ, বান্দরবান।।
বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেছেন, শিক্ষার্থীরাই দেশের আগামীদিনের ভবিষ্যৎ,আজকের শিক্ষার্থীরা আগামীদিনে আমার চেয়ারে বসে দেশের উন্নয়ন অগ্রগতিতে অবদান রাখবে।বন্যায় বান্দরবানে সড়ক,বিদ্যুৎ,ব্যবসা প্রতিষ্ঠান, আবাসিক, ঘরবাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে,পাশাপাশি অনেক শিক্ষার্থীদের বই পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তথ্য পাওয়ায় আমি উদ্যোগ নিয়েছি তাদের পাশে থাকার।

বান্দরবানে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২০২৩ সালের এইচএসসি/সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী পরিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেন বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

জেলা প্রশাসকের কনফারেন্স রুমে জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি এর সভাপতিত্বে বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহ্ মোজাহিদ উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ,উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা, সহকারী কমিশনার, জাকিয়া সরওয়ার লীমা, সহকারী কমিশনার, রাজিব কুমার বিশ্বাস, সহকারী কমিশনার, আসিফ রায়হান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ফরিদুল আলম হোসাইন,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সেক্রেটারি মিনারুল হক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এসময় জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মোট ২৯২ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বান্দরবান সদর উপজেলার বিভিন্ন কলেজের ১৪৯ জন শিক্ষার্থী কে নতুন বই হাতে তুলে দেন বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

জেলা প্রশাসনের সুত্রে জানানো হয়, পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের নতুন বই তুলে দিবে উপজেলা প্রশাসন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.