প্রকাশ: ২০২৩-০৭-০৫ ১৮:২০:২০ || আপডেট: ২০২৩-০৭-০৫ ১৮:২১:১০
প্রতিনিধি, বান্দরবান।।
বান্দরবান শহরে নিন্মমানের মিষ্টি বিক্রির উদ্দেশ্যে রাখা ও বিক্রির দায়ে ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা, বনফুল এন্ড কোং এর বান্দরবান শাখার মালিক খোরশেদ আলমকে কারাগারে পাঠিয়েছে আদালত।
আজ বুধবার (৫ জুলাই) বান্দরবান চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক এএসএম এমরান এ আদেশ প্রদান করেন।
অভিযুক্ত খোরশেদ আলমের আইনজীবী অ্যাডভোকেট খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। খোরশেদ আলম বান্দরবান শহরের ৪ নাম্বার ওয়ার্ড ক্যাংভিটা এলাকার মৃত লোকমান হাকিমের ছেলে।