খাগড়াছড়ি, , বুধবার, ২৯ মার্চ ২০২৩

পার্বত্য ভূমি কমিশনের সভা স্থগিত; রাঙামাটিতে নাগরিক পরিষদ হরতালও স্থগিত

প্রকাশ: ২০২২-০৯-০৬ ২৩:৩৭:৪০ || আপডেট: ২০২২-০৯-০৬ ২৩:৩৭:৪৫

॥ মোঃ আরিফুর রহমান, রাঙামাটি ॥ সড়কে টায়ার জ্বালিয়ে ও পিকেটিং এর মধ্যে দিয়ে শুরু হওয়া পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের হরতাল স্থগিত করা হয়েছে। পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক ঠেকাতে মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া পাহাড়ের বাঙালীভিত্তিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ডাকা রাঙামাটি শহরে ৩২ ঘন্টার এই হরতাল বুধবার দুুপুর ২ টা পর্যন্ত চলার কথা ছিলো।

সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার সকাল থেকে হরতালের সমর্থনে রাঙামাটি শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় সংগঠনটির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শহরের বিভিন্ন মোড়ে হরতালের সমর্থনে পিকেটিং করতে দেখা গেছে। এসময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করে। হরতালের কারণে শহরে যান চলাচল ও দোকানপাট বন্ধ আছে।

এদিকে সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের উপস্থিতি রয়েছে। হরতাল সমর্থনে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ একাধিক জায়গায় বাধা প্রদান করতে দেখা গেছে। যারাই জরুরী কাজে বের হয়েছেন তাদের পাঁয়ে হেটেই গন্তব্যে যেতে হচ্ছে। হরতালের কারনে শহরের একমাত্র গণপরিবহণ অটোরিক্সা (সিএনজি) বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। শহরের সাথে আন্ত:জেলা বাস চলাচল বন্ধ রয়েছে। একই সাথে জেলার সাথে উপজেলাগুলোর লঞ্চ চলাচলও বন্ধ রয়েছে।

হরতালে দায়িত্ব পালন করা রাঙামাটি কোতয়ালী থানার উপ-পরিদর্শক আশরাফ হোসেন বলছেন, সকাল থেকে এই পর্যন্ত শান্তিপূর্ণভাবে হরতাল চলছে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে। কোথায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান অভিযোগ করছেন, ভূমি কমিশন পার্বত্য চট্টগ্রামের মানুষের ভূমি অধিকার কেড়ে নিতে ষড়যন্ত্র করছে। আমরা কমিশনের সাথে দফায় দফায় বৈঠক করেও কোন সমাধান হয়নি। ২০১৬ সালে ভূমি কমিশন সংশোধন করা হয়, সেখানে ৭ সদস্যরের মধ্যে ৫ জনই পাহাড়ি। এতে পার্বত্য অঞ্চলের বৃহত্তর জনগোষ্ঠি বাঙালির কোন প্রতিনিধি রাখা হয়নি। এই আইনে আপিল করার কোন সুযোগ রাখা হয়নি। যার ফলে এই অঞ্চলে বসবাসকারি বাঙালীরা ভূমি হারাবে। তাই আমরা হরতালের মতো কঠোর কর্মসূচী দিতে বাধ্য হয়েছি।

এদিকে আগামীকাল ৭ সেপ্টেম্বর রাঙামাটিতে অনুষ্ঠিতব্য পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা স্থগিত করা হয়েছে। ভূমি কমিশনের সচিব(যুগ্ম জেলা জজ) মোহাম্মদ নেজামউদ্দিন সাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার দুপুরে এই তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, কমিশনের সদস্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান পার্বত্য নাগরিক পরিষদের ৬ ও ৭ সেপ্টেম্বর হরতাল আহ্বান করায় পূর্ব নির্ধারিত সভা স্থগিত করার অনুরোধ করায় এবং অন্যান্য সদস্যদের অনুরোধের প্রেক্ষিতে বুধবারের সভা স্থগিত করা হলো। পরবর্তী তারিখ জানানো হবে

সভা স্থগিত করায় মঙ্গলবার বিকাল ৩টা থেকে হরতাল স্থগিত করেছে সংগঠনটি। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির রাঙমাটি জেলার সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.