প্রকাশ: ২০২৩-০৫-১৬ ১৪:৩৪:২৫ || আপডেট: ২০২৩-০৫-১৬ ১৪:৩৫:২৫
নিজস্ব প্রতিবেদক।।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৬মে) সকাল ১১টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি ।
সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, আঞ্চলিক পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।