খাগড়াছড়ি, , শুক্রবার, ৯ জুন ২০২৩

পার্বত্য চট্টগ্রামে শিক্ষক সংকট নিরসনে সরকারের পরিকল্পনা রয়েছে: খাগড়াছড়িতে শিক্ষা উপমন্ত্রী

প্রকাশ: ২০২৩-০৪-২৯ ১৬:১৯:২৩ || আপডেট: ২০২৩-০৪-২৯ ১৬:১৯:২৮

বিশেষ প্রতিনিধি।।

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, পার্বত্য চট্টগ্রামে শিক্ষার মান্নোয়নে স্থানীয় ভাবে মেধাবীদের মধ্য থেকে শিক্ষক নিয়োগে সরকারের পরিকল্পনা রয়েছে। এতে করে শিক্ষক সংকটের দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান হবে

শুক্রবার সকালে খাগড়াছড়ির মানিকছড়ি রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুর্নমিলনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপ-মন্ত্রী আরও বলেন, অনুষ্ঠিতব্য পাবলিক পরীক্ষা শেষে পার্বত্য চট্টগ্রামের যেসব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট রয়েছে সেখানে জরুরী ভিত্তিতে শিক্ষক পদায়ন করা হবে। একই সাথে পদায়নকৃত শিক্ষকরা যাতে ইচ্ছা হলে বদলী নিতে না পারেন সে দিকে কঠোর ব্যবস্থা নিবে মন্ত্রণালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী ও পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. মাইন উদ্দিন ছাড়াও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

এসময় মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল অবেদীন, মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এম এ জব্বার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম দিদার ও রাজকুমার সুইচিংপ্রু ছাড়াও রাজনৈতিক নেতারা, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

এর আগে রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সন্ধ্যায় তারকা শিল্পী পড়শি সহ স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা করা হয়।

প্রসঙ্গত, মানিকছড়ি রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৮১সালে। মানিকছড়ি মং রাজ পরিবার এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.