প্রকাশ: ২০২৩-০৪-২৬ ১০:৩২:৪৮ || আপডেট: ২০২৩-০৪-২৬ ১০:৩৪:১২
খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির পানছড়ির ভাইবোনছড়া বাজার সংলগ্ন কংচাইরি পাড়ায় মাহা সাংগ্রাইং পোয়ে: উপলক্ষে মারমা যুব কল্যাণ সংঘ’র উদ্যোগে ঐতিহ্যবাহী খেলাধুলা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, বলী খেলা, আলোচনা সভা, লাকী কুপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৫এপ্রিল) বিকালে ভাইবোনছড়া বাজারস্থ কংচাইরি পাড়া চেঙ্গী ব্রীজ সংলগ্ন ফসলি মাঠ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে সাংগ্রাই উদযাপন কমিটির আহবায়ক ও লতিবান ইউনিয়ন পরিষদ সদস্য আফ্রুমং মারমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মারমা যুব কল্যাণ সংঘের উপদেষ্টা অংহ্লা মারমা।
অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া বলেন, বর্তমান সরকার শান্তি ও উন্নয়নের সরকার। এ সরকারের আমলে দেশের প্রতিটি খাতেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। সরকার জনগণের কল্যাণে উন্নয়ন করে যাচ্ছে এবং এ প্রশংসনীয় ভূমিকায় দেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে।’মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ধর্ম নিরপেক্ষ ও সম্প্রীতির বন্ধন অটুট রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্র্য মুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান তিনি।
এদিন বিকালে ভাইবোনছড়া কংচাইরি পাড়া চেঙ্গী ব্রীজ সংলগ্ন ফসলি ঐতিহ্যবাহী বলী খেলা অনুষ্ঠিত। ঐতিহ্যবাহী বলী খেলা শেষে সন্ধ্যার দিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও লাকি কুপন ড্র অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাঁশরী মারমা, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুইচিং থুই মারমা, লতিবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূমিধর রোয়াজা, মিলেনিয়াম ভাইবোনছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাতু মনি চাকমা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।