খাগড়াছড়ি, , মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

পানছড়িতে শিক্ষার্থীদের মাঝে মোবাইল ট্যাব ও সনদ বিতরণ

প্রকাশ: ২০২৩-০৭-৩১ ১৮:৪৭:১০ || আপডেট: ২০২৩-০৭-৩১ ১৮:৪৭:১৫


সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির পানছড়িতে জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ এর সনদ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে ইলেকট্রনিকস ডিভাইস ট্যাব, সমাজসেবা কর্তৃক ঋণ বিতরণ, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৩১ জুলাই)  দুপুর ১২ টার সময় পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এই কার্যক্রম সম্পন্ন হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি ২৯৮ নং আসনের সাসদ সদস্য ও (প্রতিমন্ত্রী পদমর্যাদা) উপজাতীয় শরনার্থী বিষয়ক ট্রাস্কফোর্স  এর চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা, এমপি।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা,মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সমাপণ চাকমা, খাগড়াছড়ি জেলা  সমাজসেবা অধিদপ্তরের  উপ পরিচালক মোঃ জসীম উদ্দিন, চেঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব।এতে সঞ্চালনা করেন পূঁজগাঙ মুখ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান মাহমুদ।

এই সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা মনির খান,অফিসার ইনচার্জ হারুনর রশীদ,পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মোমিন,উপজেলা প্রকৌশলী আবদুল খালেকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১২৬টি ট্যাব,জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগীদের মাঝে সনদ বিতরণ, ৩০ জন প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ১০ লক্ষ টাকার ঋণ বিতরণ এবং পানছড়ি কৃষি ও বনবিভাগ এর পক্ষ থেকে যৌথভাবে  ২০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন চারা বিতরণ করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.