প্রকাশ: ২০২৩-০৯-১৮ ১৬:৪১:১৯ || আপডেট: ২০২৩-০৯-১৮ ১৬:৪১:৩৩
নিজস্ব প্রতিনিধি।।
‘সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মানিকছড়িতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ফ্রি জন্ম ও মৃত্যু নিবন্ধন, উন্নয়ন মেলা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা টাউন হলের সামনে উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলায় সকল ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তাদের উন্নয়নের চিত্র তুলে ধরেন অতিথি ও স্থানীয় দর্শনার্থীদের মাঝে।
মেলার স্টল ঘুরে দেখেন উপজেলা চেয়্যারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিন, ১নং মানিকছড়ি ইউপি প্যানেল চেয়ারম্যান মো. ইদ্রিস ইসলাম বাচ্চুসহ সকল ইউপি সচিব, সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্থানীয় সরকারের নানা উন্নয়ন ও কর্মকান্ড তুলে ধরেন তারা। এছাড়াও ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে র্যালি, আলোচনা সভা, ফ্রি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ইউনিয়ন পর্যায়ে চলমান রয়েছে। এতে স্থানীয়রা স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করে। উপজেলা পর্যায়ের মেলা চলবে ১৯ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত।