খাগড়াছড়ি, , মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

নাইক্ষ্যংছড়ির বাইশারী নাহার মেডিকোতে ডাকাতের হামলা, নগদ ১৬লক্ষ টাকা চুরি

প্রকাশ: ২০২৩-০৭-০৬ ১৮:১৭:৫৭ || আপডেট: ২০২৩-০৭-০৬ ১৮:১৮:০৩

প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারের নাহার মেডিকো ফার্মেসীতে দূর্র্ধষ চুরি সংঘটিত হয়েছে। গতকাল বুধবার (৫জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নাহার মেডিকো ফার্মেসীর মালিক ডা: সৈয়দ আলম বলেন, প্রতিদিনের মত ব্যবসা শেষে রাত ১০টার দিকে ফার্মেসী বন্ধ করে বাড়ীতে চলে যাই। পরদিন আজ বৃহস্পতিবার (৬জুলাই) সকাল ৬টায় পার্শের চায়ের দোকানদার ফজুলুল হক ফোন করে আমার ফার্মেসীতে চুরি সংঘটিত হয়েছে বলে জানান। আমি সাথে সাথে আমার ফার্মেসিতে এসে দেখি আমার পার্শ্বে ফজুলুল হকের চায়ের দোকানের তালা ভেঙ্গে আমার ফার্মেসিতে প্রবেশ করে ড্রয়ারে থাকা ১৬ লক্ষ টাকা চুরের দল নিয়ে যায় এবং আমার সিসিটিভির ডিভাইসও খুলে নিয়ে যায়। তিনি আরও জানান, টাকা গুলো ব্যাংক থেকে উত্তোলন করে জমি ক্রয় করার জন্য নিয়েছিলেন।

খবর শোনার সাথে সাথে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি টান্টু সাহা, ওসি তদন্ত পরিদর্শক মোঃ শাহাজাহান, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল হাসেম, বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি, বাজার সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ওসি টান্টু সাহা বলেন, লিখিত অভিযোগ ফেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং সন্দেহজনক কাউকে সন্দেহ করলে তাকেও আইনগত ব্যবস্থা নিবেন।

আলোকিত পাহাড়/রশিদ/নাইক্ষ্যংছড়ি/বান্দরবান

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.